
ছবিঃ প্রতীকী অর্থে
ফরিদপুরের ভাঙ্গায় বাজি কিনে না দেওয়াই অভিমানে বিষপান করেছে এক কিশোর। ২দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৯ মার্চ) এই কিশোরের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী এই কিশোরের নাম অপু শেখ (১৫)। সে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের জানপুর গ্রামের মনির শেখের পুত্র।
জানা যায়, কিশোর অপু শেখ তার পিতা-মাতার কাছে ঈদে বাজি ফোটানোর জন্য টাকা চায়। কিন্তু তার পিতা মনির শেখ ছেলেকে এই টাকা দেননি। ঈদকে সামনে রেখে বন্ধুরা বাজি কিনে আনলে অপু অভিমান করে বুধবার (২৬ মার্চ) ঘরে রাখা ঘাস মারা বিষ পান করে। পরে অপু তার মামাকে জানায় যে, সে ঘাস মারা ঔষধ খেয়েছে।
পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা শুরু হয়। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালেই ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইমরান