
ছবি: সংগৃহীত
নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে সকাল ১০ ঘটিকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও দায়রা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান। তিনি বলেন, মানবিক সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত নড়াইলের আর্তমানবতার কল্যাণে নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি এই সংগঠনের সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তার লাভ করুক সেই কামনা করি।
দেশের বাইরে অবস্থানরত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশিক মুঠোফোনের মাধ্যমে "দৈনিক জনকণ্ঠ"কে জানান, আমাদের এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, বন্যায় ত্রাণ সহায়তা প্রদান, এতিম ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও চিকিৎসা সহায়তা প্রদানসহ সর্বদাই মানবতার কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি ঈদের মতো এই ঈদেও আমাদের এই আয়োজন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম নাসির, সহ-সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব মোল্ল্যা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারহান নোমানসহ সংগঠনের অনন্য সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আসিফ