ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নীলফামারীতে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০০:৪৩, ৩০ মার্চ ২০২৫

নীলফামারীতে প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নীলফামারী জেলা ও সদর উপজেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে জেলা শহরের জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

২০ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটিতে গোড়গ্রাম কে.এম.ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজ্জা বিন হবিবরকে আহ্বায়ক এবং কিশোরীগঞ্জ উপজেলার সরণজা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এন মাহমুদ শরীফকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৩১ সদস্য বিশিষ্ট নীলফামারী সদর উপজেলা কমিটিতে জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানকে সভাপতি এবং পশ্চিম উত্তরা শশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণি পদমযাদাসহ দশম গ্রেড প্রাপ্তিতে দোয়া মাহফিল ও সাংগঠনিক সভা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জেলা ও সদর উপজেলা শাখা।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি রণজিৎ কুমার ভট্টাচায, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সংগঠনের রংপুর বিভাগীয় সমন্বয়ক সামসুন্নাহার ভিক্টোরিয়া, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, এ.এন.মাহমুদ শরীফ, জনকল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম গালিব।

সভা শেষে সংগঠনের রংপুর বিভাগীয় সমন্বয়ক সামসুন্নাহার ভিক্টোরিয়া, সংগঠনের কেন্দ্রীয় জনকল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম গালিবকে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

আশিক

×