
ছবিঃ সংগৃহীত
মুকসুদপুরে জুলাই-আগস্ট গণহত্যায় শহীদ ৪টি পরিবারের নিকট জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও সমবেদনা জ্ঞাপন সম্বলিতপত্র প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই-আগস্ট গণহত্যায় শহীদ পরিবারের নিকট জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও সমবেদনা জ্ঞাপন সম্বলিতপত্র তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ডা. কে এম বাবর, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ: সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি সোহরাব শেখ, সহ-সভাপতি আওয়াল ফকির, ফরিদ মাস্টার, আলী মোল্লা, মাহবুবুর রহমান হিরু, যুগ্ম সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক প্রফেসর আজম, ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদ সিকদার, সদস্য সচিব মাহফুজ মৃধা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য রাজন শেখ, এনামুল হাসান মাসুদ।
আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইউম মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, নাইম শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল সরদার, মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি শাহিন সিকদার অন্তর, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিব আহমেদ দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
ইমরান