
ছবি; সংগৃহীত
ঈদযাত্রায় মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাটে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চ মালিককে অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আরিচা-কাজিরহাট রুটের তিনটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ কর্তৃপক্ষ নজরুল ইসলামকে ৫ হাজার, দীপু মিয়াকে ৬০০ ও লিটন মিয়াকে ৪ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। একই অপরাধে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের মেসার্স সাইম শিপিং লাইন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জনকণ্ঠকে বলেন, যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটে দায়িত্বরত প্রশাসনের পক্ষ থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে। আমরাও সচেষ্ট রয়েছি। মোবাইল কোর্ট পরিচালনায় সকলে সতর্ক হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম. ফয়েজ উদ্দিন বলেন, জন-সুরক্ষার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অতিরিক্ত যাত্রীবহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঈদযাত্রায় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে।
অপর আরোও এক ঘটনায় উক্ত বিচারক মহাসড়কে এক যানবাহন চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দু'হাজার টাকা অর্থদন্ড করেন।
শহীদ