ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষণের শিকার, আটক ২

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২১:৩৪, ২৯ মার্চ ২০২৫

মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষণের শিকার, আটক ২

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতিতা উপজেলার আম্রঝুটা গ্রামের বাসিন্দা এবং নওয়াপাড়ার জেজেআই জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি এই ন্যাক্কারজনক ঘটনার শিকার হন।

শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩)।

নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানান, ঘটনার দিন বিকেলে তিনি বিকাশে টাকা পাঠানোর জন্য উপজেলার কালিবাড়ি মোড়ে যান। সেখানে তিনি পূর্বপরিচিত শ্রমিকবাহী বাসের হেলপার সবুজ হোসেনের সঙ্গে দেখা করেন। এরপর স্থানীয় সোহান নামের এক চালকের ভ্যানে চড়ে সবুজ হোসেনসহ তাদের বন্ধু ইমরানের সঙ্গে দেখা করতে রওনা হন।

তবে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে অভিযুক্ত সাঈদ হোসেন ও হাবিবুল্লাহ তাদের পথরোধ করেন। তারা ওই নারী ও সবুজ হোসেনের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করেন। এরপর সবুজকে সঙ্গে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যান, আর ওই নারী শ্রমিককে আটকে রাখেন সাঈদ হোসেন।

পরে টাকা না পেয়ে হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সামাদ হোসেনের বাগানে নিয়ে গিয়ে সাঈদ হোসেন ও হাবিবুল্লাহ মিলে ওই নারী শ্রমিককে ধর্ষণ করেন।

শনিবার এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকেন। খবর পেয়ে উপজেলার নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিকেলে দুই ধর্ষককে আটক করেন।

নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।"

নুসরাত

×