ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ফাইতংয়ে অবৈধ ইটভাটা ভাঙলো ম্যাজিস্ট্রেট

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান 

প্রকাশিত: ২০:১৮, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ২০:২২, ২৯ মার্চ ২০২৫

ফাইতংয়ে অবৈধ ইটভাটা ভাঙলো ম্যাজিস্ট্রেট

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ফাইতং ইউনিয়নে ২টি অবৈধ ইটের ভাটা ভাঙলো ভ্রাম্যমান আদালত। এসময় ফাইতং ফাদুরছড়া ইটেরভাটা মালিককদের অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

শনিবার দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে৷ এসময় অন্যান্যদের মধ্যে লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব,  লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, বান্দরবান পরিবেশ অধিদপ্তর, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে অভিযানে ফায়ার সার্ভিসের পানি দিয়ে এবং স্কেভেটর দিয়ে ভাংচুর করা হয়েছে ইটের ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরালো না হওয়ায় বন্ধ হচ্ছেনা ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে তোলা ২২টি ইটের ভাটা। হঠাৎ হঠাৎ পরিচালনা করে দুয়েক লাখ টাকা জরিমানা করে দায় সারছেন প্রশাসন।

পরিবেশ রক্ষায় অবৈধ ইটের ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের কঠোর অভিযানের দাবি পরিবেশবাদীদের  ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভেঙে দেয়া হলো।

পাহাড় কাটার অপরাধে ২টি ইটভাটার মালিককে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শহীদ

×