
ছবি সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে একদল জেলের ফাঁদে আটকা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল কুমির। শনিবার (২৯ মার্চ) দুপুরে সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এই ঘটনা ঘটে। কুমির আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা। পরে জনতার আক্রমণে প্রাণ হারায় কুমিরটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে আড়িয়াল খাঁ নদের সাহেবরামপুর এলাকায় একটি কুমির দেখা যাচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। এরপর থেকেই এলাকার মানুষ আতঙ্কে ছিল।
শনিবার নতুন আন্ডারচর গ্রামের একটি খালে ওই কুমিরটি দেখতে পান স্থানীয় জেলেরা। তারা কৌশলে কুমিরটিকে ফাঁদে ফেলে আটক করেন এবং রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করতে থাকেন এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত জনতা কুমিরটিকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, “নদীতে কুমির দেখার পরই উপজেলা প্রশাসন মাইকিং করে সবাইকে সতর্ক করেছিল। কিন্তু হঠাৎ করেই জেলেরা কুমিরটি ধরে ফেলে। পরে জানতে পারলাম, জনতা সেটিকে পিটিয়ে মেরে ফেলেছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, “কুমির আটকের খবর পেয়ে বন বিভাগকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যাচ্ছে।”
আশিক