ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বগুড়ায় বিষাক্ত অ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যু, উদ্বেগে সাধারণ মানুষ

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৯:৫৬, ২৯ মার্চ ২০২৫

বগুড়ায় বিষাক্ত অ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যু, উদ্বেগে সাধারণ মানুষ

বগুড়ায় বিষাক্ত অ্যালকোহল সেবনের ফলে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনা নিয়ে শহরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আওরঙ্গজেব চিনতু (৩৫) ও রাসেল (৩০)। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পিলু (৫৬) ও সনি দাস (৩০)। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাধীন রোগীদের ভাষ্যমতে, রাসেল শহরের ১ নম্বর রেল ঘুমটি থেকে প্লাস্টিকের বোতলে অ্যালকোহল কিনে আনেন, যা তারা একসঙ্গে পান করেন। কিছুক্ষণ পরেই তাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং রাতের মধ্যেই দুজনের মৃত্যু ঘটে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুর শাহীন জানান, পিলু প্রথমে ডায়রিয়ার অভিযোগ নিয়ে ভর্তি হন, তবে পরবর্তীতে তার শ্বাসকষ্ট ও পেটব্যথা দেখা দেওয়ায় মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়। পরীক্ষার পর বোঝা যাবে, এটি বিষাক্ত অ্যালকোহলের প্রভাব কিনা।
এদিকে, নিহতদের পরিবারের সদস্যরা পুলিশকে সহায়তা করতে অনিচ্ছুক বলে অভিযোগ উঠেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, “পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে সহযোগিতা করেননি এবং কোনো তথ্য দেননি। তাই আপাতত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।”

বগুড়ায় বিষাক্ত মদপানের কারণে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে, যা সামাজিকভাবে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশাসনের কঠোর মনিটরিং এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা রোধ করা সম্ভব। সমাজের এমন অসংগতি দূর করতে সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতাদের এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান সাধারন নসগরিকদের।

 

রাজু

×