ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কমলগঞ্জে বিএনপি’র আয়োজনে গণ-ইফতার

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৩, ২৯ মার্চ ২০২৫

কমলগঞ্জে বিএনপি’র আয়োজনে গণ-ইফতার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমলগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গণ-ইফতার আলোচনাসভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার(২৯ মার্চ)বিকালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি শামিম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সরোয়ার শোকরানা নান্না প্রমূখ।

গণ-ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাতীদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

রাজু

×