
ছবিঃ সংগৃহীত
নড়াইলের কালিয়ায় ৭ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২৯ মার্চ) কালিয়া থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত কিশোর চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের শহিদুল শিকদারের ছেলে ইছাদুল শিকদার (১৪)।
মামলা স‚ত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সুমেরুখোলা গ্রামে বাড়ির পাশে একটি মুদি দোকানে ডিম কিনে বাড়ি ফিরছিল। পথে তাকে চকলেটের লোভ দেখিয়ে এক গ্রামের ইছাদুল পার্শ্ববর্তী সুমেরুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে ইছাদুল পালিয়ে যায়।
কালিয়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত কিশোরকে শুক্রবার তার বাড়ি থেকে আটক করা হয়। পরে শনিবার শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত ইছাদুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মারিয়া