ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার 

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৯:৩৭, ২৯ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার 

ছবি: জনকণ্ঠ

সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)  অভিযান চালিয়ে ২'শ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

শনিবার ভোরে উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদর জোনের এসআই অংকুর কুমার ভট্টাচার্য, এএসআই মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, সোনারগাঁয়ের কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকার আইসক্রিমওলার বাড়ির ভাড়াটিয়া মাহবুব এর ছেলে মো. মোরসালিন (২০)।

ডিবি পুলিশ জানায়, কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকার আহম্মদ নগরের টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার ভিতরের বাম পাশের কক্ষ থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। এই অভিযানে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শহীদ

×