
ছবি: জনকণ্ঠ
পটুয়াখালী বাউফলে একটি মারামারি মামলায় সানজানা খান সিঁথি (২৪) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ মার্চ) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। (মামলা নং ২৪ তারিখ ২৪/৮/২০২৪) মামলার বাদি হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমান। এই মামলায় সিঁথি এজাহারভূক্ত আসামী না। অজ্ঞাত আসামী হিসাবে তাকে শুক্রবার বিকালে বাউফল থানার পুলিশ পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন তার বাবার বাসা থেকে গ্রেপ্তার করে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ইসলাম বলেন, সানজানা খান সিঁথিকে একটি মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাউফল কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তার পরিবারের লোক আওয়ামী লীগ করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিঁথি তার ফেসবুক আইডি ব্যবহার করে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মানহানীকর পোস্ট দিয়ে আসছে এবং সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।
শহীদ