
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় অর্ধকোটি টাকার বিদেশী মদ জব্দ করা হয়েছে। শনিবার সকালে শহরের দাতিয়ারা এলাকায় সেনাবাহিনীর সদস্য ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই মদ জব্দ করে। তবে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজজর হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম শহরের কাউতলি একালায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দেওয়া হয়। পিকআপভ্যানটি না থামিয়ে মহাসড়ক দিয়ে শহরের ভিতর দ্রুত গতিতে প্রবেশ করে। পরে এর পিছনে ধাওয়া করে দাতিয়ারা এলাকা থেকে পিকআপভ্যানটিকে আটক করা হয়। পরে গাড়ির ভিতর তল্লাশি করে বস্তার ভেতর থেকে ১৪৮০ বোতল বিভিন্ন প্রকারের ভারতীয় মদ জব্দ করা হয়। যার দাম ৪০ থেকে ৫০ লক্ষ টাকা।
তিনি আরো জানান, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজু