ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

আগরগাছ চুরির সংবাদ জনকন্ঠে প্রকাশের পর বনপ্রহরী প্রত্যাহার

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ

প্রকাশিত: ১৯:১৮, ২৯ মার্চ ২০২৫

আগরগাছ চুরির সংবাদ জনকন্ঠে প্রকাশের পর বনপ্রহরী প্রত্যাহার

ছবি: দৈনিক জনকণ্ঠ

সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে থেকে মূল্যবান আগর চুরির সংবাদ জনকন্ঠসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হয়। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। বিশালাকৃতির আগর গাছের উপরে উঠে হাত করাত দিয়ে গাছের মাথা কেটে নিয়ে যাওয়া ও স্টুডেন্ট ডরমিটরি এলাকা থেকে আরেকটি আগর গাছ চুরির বিষয়টি জনকন্ঠে প্রকাশের উপর ভিত্তি করে তদন্ত করে বন বিভাগ। শনিবার (২৯ মার্চ)প্রাথমিক তদন্ত করে বন বিভাগ মো.শফিকুর রহমান নামের এক বন প্রহরীকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে প্রত্যাহার করে। বিষয়টি নিশ্চিত করেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.জাহাঙ্গীর আলম। চুরি হওয়া আগর গাছ উদ্ধার কাজে তিনি সবার সহযোগিতা চান।তিনি আরও জানান বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।আপাতত তাকে প্রত্যাহার করা হয়েছে,তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে সাসপেন্ড করা হবে। 


এর আগে গত ২৭ মার্চ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগর গাছ চুরি শিরোনামে সংবাদ প্রকাশীত হয়।


এদিকে শনিবার (২৯ মার্চ) দুপুরে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘটনাস্থল পরিদর্শণ করেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

শিহাব

×