ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদকে কেন্দ্র করে চড়া মাছ ও মাংসের বাজার, দাম বাড়ায় নাখোশ ক্রেতারা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৯:১৪, ২৯ মার্চ ২০২৫

ঈদকে কেন্দ্র করে চড়া মাছ ও মাংসের বাজার, দাম বাড়ায় নাখোশ ক্রেতারা

পবিত্র ঈদুল ফিতর কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে সপ্তাহের ব্যবধানে মাছ ও মাংসের দামে প্রভাব পড়েছে।

বাকেরগঞ্জ উপজেলা শহরের বাস স্ট্যান্ড বৃহত্তম মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন হাট বাজারি দেখা গেছে গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এক সপ্তাহ আগে গরুর মাংস বিক্রয় হতো ৬৫০ থেকে ৭০০ টাকা দরে। ঈদকে সামনে রেখে মাংস দাম কেজি প্রতি একশত থেকে দেড়শ টাকা বেড়েছে। মাংসের জন্য দীর্ঘ লাইনে দাড়াতেও দেখা গেছে ক্রেতাদের। ঈদ বাজারে মাংসের চাহিদা থাকায় বিক্রেতারা সেই সুযোগে বাড়তি দামে মাংস বিক্রয় করছে। পাশাপাশি মাছ বাজারেও দেখা গেছে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছ কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। কিছুদিন আগে যে ইলিশ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হত তা এখন বিক্রয় হচ্ছে ১২ শত টাকা দরে। ঈদকে কেন্দ্র করে মাছ মাংসের দাম বাড়ায় নাখোশ ক্রেতারা। বাজারে আসা ক্রেতারা উপজেলা প্রশাসনকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছে। 

মাংস ব্যবসায়ীদের দাবি বিগত সময়ের চেয়ে এখন গরুর দাম বেড়েছে তাই বেশি দামে গরু ক্রয় করে বেশি দামে মাংস বিক্রয় করা হচ্ছে। 

মাছ ব্যবসায়ীরা বলছেন, আড়ৎ থেকে এখন বেশি দেবে মাছ ক্রায় করতে হয়। তাই এখন বিক্রয় করতে হয় বেশি দামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, আমাদের বাজার মনিটরিং চালু রয়েছে। যদি কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করে থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

রাজু

×