
ছবি: জনকণ্ঠ
চাঁপাইনবাবগঞ্জের হোসেন ডাঙ্গা এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ঝিলিম ইউনিয়নের কেন্দুল লাইনপাড়া গ্রামের মাহবুব রশীদের ছেলে। তিনি দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা, পরিবার, রেলওয়ে বিভাগ, হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাজশাহী থেকে একটি শাটল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে হোসেনডাঙ্গা রেলক্রসিং পার হওয়ায় সময় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মেহেদী হাসান। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফজর আলী বলেন, ট্রেনের সঙ্গে ধাক্কায় হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যাপক জখম হয়। এছাড়াও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
শহীদ