
দু’বা একদিন পরেই ঈদুল ফিতর। তাই প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী ঢাকা থেকে যমুনা ও পদ্মা সেতু এড়িয়ে দেশের দক্ষিণ-পশ্চিমসহ উত্তরাঞ্চলমুখী মানুষের কিছুটা ভিড় দেখা গেছে মানিকগঞ্জের পাটুরিয় ও আরিচা ঘাটে। ঘরমুখো মানুষগুলো ঘাট এলাকা থেকে ফেরি-লঞ্চ ও স্পিটবোটে স্বস্থিতে পদ্মা-যমুনা পাড়ি দিয়ে ছুঁটছেন নিজ-নিজ গন্তব্যে।
শনিবার পাটুরিয়া ও আরিচা ঘাট সরেজমিন দেখা গেছে, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের বাস-কোচে চেপে ঘরমুখো মানুষ আসছে পাটুরিয়া ও আরিচা ঘাটে। ঢাকা-আরিচা মহাসড়কে তেমন কোন বাঁধা না থাকায় স্বাভাবিক গতিতেই দূঢ়পাল্লার বাস-কোচসহ অন্যান্য যানবাহন গুলো ঘাটে আসছে। দূঢ়পাল্লার বাস-কোচগুলো সহসাই উঠে যাচ্ছে ফেরিতে। কাটা লাইনের যাত্রীরা নদী পারি দিচ্ছে তাদের ইচ্ছে মাফিক ফেরি-লঞ্চ ও স্পিটবোটে।

জানাগেছে, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ও আরিচা-কাজিরহাট রুটে ৬টি ফেরি অপারেশনে রেখেছে ফেরি কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি। উভয় রুটে রয়েছে ৩৩টি লঞ্চ। এছাড়া, দ্রুত যাত্রী পারাপারে আরিচা-কাজিরহাট রুটে চলছে আরোও ৬৯টি স্পিটবোট। যমুনা ও পদ্মা সেতু চালুর পর থেকে এ রুটে তেমন আর যাত্রী ও যানবাহন চলাচল না করলেও এ নৌরুটে রয়েছে পর্যাপ্ত ফেরিসহ অন্যান্য নৌযান। যাত্রী নিরাপত্তায় রয়েছে প্রশাসনের কড়া নজরদারি। এ সুবাদে সহসাই ঈদ-পাবণে ঘরমুখো মানুষ স্বস্থিতে ফিরছেন নিজ-নিজ গন্তব্যে।
পাটুরিয়া লঞ্চ ঘাটে কথা হয় কুষ্টিয়াগামী যাত্রী মনিরুলের সাথে, তিনি বলেন ভোগান্তীর এ নৌপথে স্বস্থিতে ঘরে ফিরছি এটাই আনন্দের। আগে পাটুরিয়া ছিল ভোগান্তির ঘাট। ফেরি ও লঞ্চে উঠা ছিল দায়। হুড়া-হুড়ি করে ফেরি-লঞ্চে নদী পারি দিতে বিপাকে পড়তে হয়েছে অনেককে। কিন্ত এখন সে চিত্র আর নেই।
ফেরি পার হতে আসা দূঢ়পাল্লার এসবি পরিবহনের চালক আবু সাঈদ বলেন, পাটুরিয়া ফেরি ঘাটে নদী পারি দিতে এক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। যাত্রী ও আমাদের কষ্টের শেষ ছিল না। সে চিত্র আর নেই। এটাই আমাদের আনন্দ।
পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি বলেন, ঈদে ঘরমুখো যাত্রী পারাপারে এরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। আজ সকল থেকে যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় কিছু কিছু লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠে পড়ছে। ঘাটে দায়িত্বরত প্রশাসন ও আমারা তা সামাল দিতে চেষ্টা করছি। আশা করছি সহসাই ঘরমুখো যাত্রীদের আমরা নিরাপদ যাত্রা নিশ্চিত করকে পারবো।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, এবারের ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১১টি রোরো, ২টি ইউটিলিটি একটি কেটাইপ ও তিনটি ছোট ফেরি সার্বক্ষনিক অপারেশনের রয়েছে। ঘাটে আসা মাত্রই যানবাহনগুলো সহসাই ফেরি পারি দিচ্ছে। সব মিলিয়ে ঘরমুখো মানুখ স্বস্থিতেই এরুটে ঘরে ফিরছেন বলে এমনটাই মন্তব্য করেন তিনি।
রাজু