ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ধনবাড়ীতে যুবদল নেতাকে কুপিয়ে আহত!

নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৮:৪৮, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৫০, ২৯ মার্চ ২০২৫

ধনবাড়ীতে যুবদল নেতাকে কুপিয়ে আহত!

ছবি: জনকণ্ঠ

টাঙ্গাইলের ধনবাড়ীর টাকুরিয়া মোড়ে ধনবাড়ী পৌর বিএনপি’র সদস্য সচিব মেহেদী হাসান লিটন কে অর্তকিত ভাবে হামলা করে কুপিয়ে গুরুত্বর আহত করেছে।

আহত লিটনের বাবা আমানত আলী জানান, শুক্রবার (২৮মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে লিটন ধনবাড়ী থেকে বাড়ী ফেরার পথে মোহাম্মদ আলীর সমর্থক সন্ত্রাসী আতিকুর রহমান ভূট্টু ও তার সহযোগী এনামুল হক এনা, আপন হোসেন, মজনু মিয়া, জাহাঙ্গীর, শুভ ও আ: রহিম গংরা মিলে অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র চাইনিজ কুড়াল, রাম দা ও লাঠিশোঠা দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। এঘটনায় আমি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ বিচার দাবী করেন।

ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবাহান বলেন, মোহাম্মদ আলীর কয়ড়া ইফতার শেষে মিছিল নিয়ে ধনবাড়ীর দিকে আসতেছিলো এর মধ্যে আমাদের পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান লিটন টাকুরিয়া মোড়ে দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পেয়ে লিটন কে একা পেয়ে আতিকুর রহমান ভূট্টু  ও তার সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে।

খবর পেয়ে লিটনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনায় মামলা দায়েরের  প্রস্তুতি চলছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন জানান, আওয়ামী সন্ত্রাসীরা মোহাম্মদ আলীর ছত্রছায়ায় রাজনৈতিকভাবে পৌর যুবদলের সদস্য সচিব লিটনকে কুপিয়েছে। এঘটনায় দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ বিচার দাবী করছি। সেই সাথে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থার নেয়ার দাবী করছি।

এব্যাপারে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান জানান, হামলাকারীদের যারা আশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।

এঘটনায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি জানান, যুবদল নেতা লিটন কে যারা কুপিয়েছে তাদের কে দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্ত শাস্তি সহ দলীয় ভাবে সন্ত্রাসীদের মদদদাতাদের বিরুদ্ধেও  দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থার দাবী করছি।

এবিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল্লাহ জানান, ঘটনা ঘটছে শুনেছি, এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শহীদ

×