ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

যুবদলের উদ্যোগে মাদারীপুরে পাঁচ শতাধিক পরিবার পেলো ঈদ সামগ্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৮:৪৭, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৪৪, ২৯ মার্চ ২০২৫

যুবদলের উদ্যোগে মাদারীপুরে পাঁচ শতাধিক পরিবার পেলো ঈদ সামগ্রী

মাদারীপুর জেলা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে ৪টায় পৌর কমিউনিটি সেন্টারে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান পলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, জেলা বিএনপির যুগ্মা আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, নজরুল ইসলাম লিটু প্রমুখ। 

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির বলেন,খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া মলিন হলে দেশ মলিন হয়। তিনি এসময় দ্রুত নির্বাচন দাবী করেন। তিনি বলেন, ফ্যাসিষ্টরা কখনও জনগনের বন্ধু হয় না। হাসিনা কখনও জনগনের বন্ধু ছিলো না। 

আয়োজক জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, এবার ঈদ এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীরা তৃণমূলে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ঈদ সামগ্রী বিতরণে অল্প আয়ের মানুষের মুখে হাসি ফুটবে।
 

 

রাজু

×