ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বিদেশে নিরানন্দ ঈদ- কর্মসংস্থান ও আবাসন সংকটে বাংলাদেশি প্রবাসীরা

প্রকাশিত: ১১:৫৬, ২৯ মার্চ ২০২৫

বিদেশে নিরানন্দ ঈদ- কর্মসংস্থান ও আবাসন সংকটে বাংলাদেশি প্রবাসীরা

ছবি: সংগৃহীত

কানাডায় নতুন আসা বাংলাদেশি অভিবাসীদের জন্য এবারের ঈদ আনন্দের চেয়ে দুশ্চিন্তায় কাটছে বেশি। কর্মসংস্থানের অভাবে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন, যা তাদের উৎসব উদযাপনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে কানাডায় অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পেলেও নতুনদের জন্য চাকরি খোঁজা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান সংকুচিত হওয়ায় অনেকেই আশানুরূপ কাজ পাচ্ছেন না। বিশেষ করে, যাদের কানাডার অভিজ্ঞতা ও স্থানীয় যোগাযোগ কম, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

নতুন অভিবাসী মাহমুদুল হাসান বলেন, ‘আমি গত ছয় মাস ধরে কাজ খুঁজছি, কিন্তু ভালো কোনো সুযোগ পাচ্ছি না। পরিবারকে অর্থ পাঠানোর সামর্থ্য নেই, ঈদেও কোনো আয়োজন করতে পারছি না।’

বিভিন্ন কমিউনিটি সংগঠন এই সংকট মোকাবিলায় ভূমিকা রাখার চেষ্টা করছে। কিছু দাতব্য প্রতিষ্ঠান ও মসজিদ ঈদের দিনে ফ্রি খাবার ও আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে, যাতে কেউ একেবারে শূন্য হাতে ঈদ উদযাপন না করে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুনদের চাকরি বাজারে প্রবেশ সহজ করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়া দরকার। তারা নতুন অভিবাসীদের জন্য প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

তবে আশার কথা, সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই কানাডার চাকরি বাজারের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, স্থানীয় অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে প্রবাসীরা ভবিষ্যতে ভালো সুযোগ পেতে পারেন।
 

কানন

×