
ছবি : সংগৃহীত
গত ২২ মার্চ ২০২৫ তারিখ সকাল ৮টায় পাবনা জেলার সাথিয়া থানার অন্তর্গত পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে কর্তৃক বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার মর্মন্তুদ ঘটনা ঘটেছে। এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থলে নিহত মালেক শেখ তার ছেলে মোঃ মমদ মানিক শেখকে পারিবারিক প্রয়োজনে বাঁশ কাটার নির্দেশ দেন।
এ সময় মানিকের স্ত্রী রিক্তা আক্তার সীমা নিহত মালেক শেখের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আসামি মানিক বাড়ির উঠানে থাকা কুড়াল দিয়ে তার বাবা মালেক শেখের গলায় কোপ দিয়ে তাকে গুরুতর আহত করে। আহত মালেক শেখকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মালেক শেখের স্ত্রী পরি বেগম বাদী হয়ে পাবনা জেলার সাথিয়া থানায় ছেলে মানিক ও তার স্ত্রী রিক্তা আক্তার সীমাকে আসামি করে হত্যার মামলা (মামলা নম্বর ৩২, তারিখ ২২ মার্চ ২০২৫, ধারা ৩০২/৩৪, প্যানেল কোড ১৮৬০) দায়ের করেন। এই মামলাটি সমাজে মূল্যবোধের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
চাঞ্চল্যকর এই মামলার প্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযুক্ত মানিককে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, পাবনা এবং র্যাব-১ গাজীপুরের যৌথ অভিযানকারী দল গত ২৭ মার্চ ২০২৫ তারিখ রাত ৮টা ৩৫ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকায় অভিযান চালিয়ে আসামি মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সাথিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র:https://youtu.be/LxnG5UCrgSY?si=ytDBg8IESLUr3loO
আঁখি