ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঈদ সামগ্রী বিতরণ করলেন চিত্রনায়ক তনু

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ০৫:২০, ২৯ মার্চ ২০২৫

ঈদ সামগ্রী বিতরণ করলেন চিত্রনায়ক তনু

ছবি: সংগৃহীত

সামাজিক সংগঠন আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে নড়াইল পৌরসভার বিভিন্ন স্থানে তিনশত দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক তানভীর রহমান তনু'র নেতৃত্বে শুক্রবার এ কর্মসূচি পালিত হয়। এ সময় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতা কাজী হাসানুল বান্না তনু উপস্থিত ছিলেন।

সংগঠনটির সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডের তিনশত পরিবারের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাঁচশত টাকার এই উপহার প্যাকেজের মধ্যে ছিল লাচ্ছা সেমাই, খোলা সেমাই, গুড়া দুধ, চিনি, কিসমিস, পোলাও চাল, তৈল, মশলা, মিস্টার নুডলস, সাবান ও লবণ।

কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক তানভীর রহমান তনু বলেন, এ ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সীমিত সামর্থ্যের মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আসিফ

×