
বাউফল পৌর শহর, কালাইয়া, কালিশুরী, বগা, হাজিরহাট কনকদিয়া ও নুরাইনপুর বন্দরে মালামাল পরিবহন কাজে ব্যবহৃত ১২টি খাল দখল করে বিভিন্ন ধরণের স্থাপনা নির্মাণ করায় নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃত প্রায়। তাই এসব খাল দিয়ে মালবাহি নৌকা কিংবা ট্রলার চলাচল ব্যহত হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, বাউফল পৌর শহরের পূর্ব দিকে আতাহার গাজী ব্রিক ফিল্ড থেকে পশ্চিমে কাগুজীপুল ভায়া দক্ষিনে নুরিয়া প্রাইমারী স্কুল পর্যন্ত ও গোলাবাড়ি থেকে উত্তরে নুরাইনপুর কেয়াগাট পর্যন্ত এবং বাউফল উপজেলা পরিষদের পিছনে ও জেলা পরিষদের ডাকবাংলো থেকে উত্তর দক্ষিন দিকে সিকদার বাড়ি হয়ে নগরের হাট পর্যন্ত ৪টি খাল।
কাগুজি বাড়ির পুল থেকে পশ্চিমে বিলবিলাস ভায়া বগা গুদাম ঘর পর্যন্ত একটি খাল, নওমালার নগরেরহাট থেকে বগা কবিরাজ বাড়ি পর্যন্ত খাল , বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরের লঞ্চঘাট থেকে ধান হাট ভায়া দক্ষিন দিকে বেইলী ব্রিজ পর্যন্ত দুইটি খাল, কেশবপুরের তালতলা থেকে নুরাইনপুর বাজার ভায়া উত্তর দিকে কেশবপুর ও কালিশুরী পর্যন্ত একটি খাল, হাজির হাটের পূর্ব-দক্ষিণ দিকে মিল ঘর পর্যন্ত ও কাশিপুর বাধ থেকে দক্ষিন দিকে ধনিয়াপুর পর্যন্ত দুইটি খাল ও কনকদিয়া বাজারের উত্তর দিক থেকে দক্ষিন দিকে প্রবাহিত একটি খালসহ মোট ১২টি খালের দুই পাশের জায়গা স্থানীয়রা দখল করে সে জায়গায় তারা পাকা বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরণের স্থাপনা নির্মান করা হয়েছে।
ইউনিয়ন ভূমি অফিসের এক শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসে এসব খালের দু’পাড় দখল করে নেয়া হচ্ছে। খালের পাড়েরর জায়গাগুলো দখল করে নেয়ার পানি প্রবাহে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে খালগুলো এখন মৃত প্রায়। নাব্যতা না থাকায় নৌকা কিংবা ট্রলারও চলাচল করতে পারছেনা। খালের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।
রিফাত