ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০১:০৩, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ০১:০৩, ২৯ মার্চ ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নীলফামারী কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন। তিনি এ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, "অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম যেন চলমান থাকে। এই সংগ্রাম বাংলাদেশ তথা এ জেলার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সহায়তা করবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার আহবায়ক মো. সৈয়দ মেহেদী হাসান আশিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

সানিটা সিরামিকসের এমডি, সামিউল ইসলাম শাওন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি, গওহর জাহাঙ্গীর রূশো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্ত।

এছাড়া, বক্তব্য রাখেন: যুগ্ম আহবায়ক বোরহান আহমেদ, রইসুল ইসলাম, সাইয়দ গোলাম আজম, যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ, রেজাউল ইসলাম, সাঈদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নুসরাত

×