ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ওমরা পালন করতে গিয়ে বরিশালের বৃদ্ধা নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:০২, ২৯ মার্চ ২০২৫

ওমরা পালন করতে গিয়ে বরিশালের বৃদ্ধা নিখোঁজ

পবিত্র ওমরা পালন করতে গিয়ে কাবা শরীফ তাওয়াফের সময় হারিয়ে গেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সাহেরা বেগম (৮০)। তিনি ওই গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের স্ত্রী।

সৌদি আরবে বসবাসরত বৃদ্ধা সাহেরা বেগমের ঘনিষ্ঠ আত্মীয় মো. কামাল বয়াতী শুক্রবার দিবাগত রাতে মোবাইল ফোনে জানিয়েছেন, গত ২৪ মার্চ পবিত্র কাবা শরীফ তাওয়াফের সময় সাহেরা বেগম হারিয়ে গেছেন। অনেকস্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। 

বৃদ্ধা সাহেরা বেগমের সন্ধান পেলে সৌদি আরবে বসবাসরত কামাল বয়াতীর ব্যবহৃত 00966540027513 নাম্বারে কিংবা বাংলাদেশে যোগাযোগের জন্য স্থানীয় ইউপি সদস্য মো. খোকনের ব্যবহৃত 01725-237870 নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন হারিয়ে যাওয়া বৃদ্ধ সাহেরা বেগমের পরিবার।

রাজু

×