ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নন্দীগ্রামে বাসচাপায় শিক্ষিকার মৃত্যু, স্বামী ও সন্তান গুরুতর আহত

মাহফুুজ মন্ডল, বগুড়া 

প্রকাশিত: ০০:৫৯, ২৯ মার্চ ২০২৫

নন্দীগ্রামে বাসচাপায় শিক্ষিকার মৃত্যু, স্বামী ও সন্তান গুরুতর আহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শামীমা আক্তার (৪২) নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত শামীমা আক্তার বোনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা ছয়টায় ইফতারের আগমূহুর্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামী মোহাম্মদ আব্দুল হাকিম আহত হলেও চিকিৎসা শেষে সুস্থ আছেন। তবে তাদের ছেলে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীমা আক্তার ও তার পরিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শামীমা আক্তার মারা যান।

নন্দীগ্রাম থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন। নিহতের পরিবার দ্রুতগামী বাসের চালকের শাস্তির দাবি জানিয়েছে। আহত সন্তানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

 

রাজু

×