
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ধরখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভাটামাথা প্রাইমেরী স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলে সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান ভিডিও কলে বক্তব্য রাখেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এড. কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শরীফ খাদেম, শফিকুল আলম তুরান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. মন্তাজ মিয়া, বিএনপি নেতা রমজান হোসেন, শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ।
আফরোজা