
মাদারীপুরের কালকিনিতে অহেদুজ্জামান তুহিন সরদার (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার পরে নিহতের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তুহিন সরদার পৌর এলাকার ঝাউতলা গ্রামের সালাহউদ্দিন সরদারের ছেলে। তবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, যুবক অহেদুজ্জামান তুহিন সরদার বাসায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে তুহিনের দেহ। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে তুহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি।
রাজু