
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আখাউড়া-এর আয়োজনে বাঁধন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক ফারদুল্লাহ হক বিজয়-এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ ফাহিমুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, "সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হতে চায় এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায়।" এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
নুসরাত