ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

৩ ঈদে বাড়ি যাওয়া হয়নি, এবারও হবে না

প্রকাশিত: ২০:৫৪, ২৮ মার্চ ২০২৫

৩ ঈদে বাড়ি যাওয়া হয়নি, এবারও হবে না

ছবি: সংগৃহীত

তিন ঈদে বাড়ি যাওয়া হয়নি এবারও হবে না একজন ট্রাফিক পুলিশের এমন একটি বক্তব্য সম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে ভিডিওতে তাকে বলতে শোনা গেছে গত তিন ঈদে তিনি ছুটি পাননি এবং এই ঈদেও তিনি ছুটি পাবেন না। বেসরকারি টেলিভিশনে দেওয়া সেই সাক্ষাৎকারে ট্রাফিক পুলিশ আরো বলেন বলেন ঈদে বাড়ি না যাওয়ার কারণে খুবই খারাপ লাগে বাড়িতে মা আছে বাবা আছে বন্ধুরা আছে কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে না।

ট্রাফিক পুলিশের এই বক্তব্য মূলত বাংলাদেশের ট্রাফিক পুলিশদের অত্যাধিক কাজের চাপ এবং তাদের দুর্দশাগ্রস্থ অবস্থাকে তুলে ধরেছে।  ট্রাফিক পুলিশের উপর যে বিশাল দায়িত্ব রয়েছে, তা তাদের প্রতিদিনের কাজের পরিমাণ এবং মানসিক চাপের সৃষ্টি করে। তারা সড়ক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, নিয়মিত চেকিং, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন দীর্ঘসময় কাজ করেন। অনেক ট্রাফিক পুলিশ তাদের কাজ করার সময় সাধারণ জনগণের অবজ্ঞা এবং অসম্মানের শিকার হন। কিছু মানুষ তাদের নির্দেশনা মানতে চায় না, এবং তাদের প্রতি খারাপ ব্যবহার বা অশালীন ভাষা ব্যবহার করে, যা পুলিশের জন্য মানসিক কষ্টকর। মাঝেমধ্যেই অনেক ট্রাফিক পুলিশ এ বিষয়ে বক্তব্য দেন।

 

ফারুক

×