ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

২৪ শহীদেরা আমাদের অনুপ্রেরণা, আমরা তোমাদের ভুলবো না: শহিদুল ইসলাম বাবুল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২০:২৫, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৯, ২৮ মার্চ ২০২৫

২৪ শহীদেরা আমাদের অনুপ্রেরণা, আমরা তোমাদের ভুলবো না: শহিদুল ইসলাম বাবুল

বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, "২৪-এর শহীদরা আমাদের প্রেরণা। আমরা তাদের কখনোই ভুলবো না।"

ঈদ উপলক্ষে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ফরিদপুরের ভাঙ্গার আব্দুল আহাদ ও তামিম সিকদারের পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামে শহীদ আব্দুল আহাদের বাড়ির উঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।

শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, "২০২৪ সালের ওই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে নিজের বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ ও তামিম সিকদার। এই দুই হতভাগ্য শহীদের গ্রামের বাড়ি আমাদের ভাঙ্গা উপজেলায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দুই শহীদ পরিবারের জন্য শুভেচ্ছা পত্র ও ঈদ উপহার তুলে দেওয়া হলো। বিএনপি তাদের পাশে সবসময় থাকবে।"

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর-এর সেক্রেটারি ডা. তানসীভ জুবায়ের নাদীমসহ পেশাজীবী নেতৃবৃন্দ।

নুসরাত

×