ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

৫০০ পরিবারকে ঈদ উপহার দিলো জাতীয়তাবাদী ব্যবসায়ী দল 

প্রকাশিত: ২০:১৯, ২৮ মার্চ ২০২৫

৫০০ পরিবারকে ঈদ উপহার দিলো জাতীয়তাবাদী ব্যবসায়ী দল 

ছবি: দৈনিক জনকন্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল ৫০০ নিম্নবিত্ত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। সংগঠনটির সভাপতি এস এম পবিত্র আল এবাদত উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আজ ২৮ মার্চ (শুক্রবার) যাত্রাবাড়ী এলাকার কাজলা একতা ফল মার্কেটের সামনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে সুবিধাভোগীরা ঈদ উপলক্ষে সামগ্রী গ্রহণ করে, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী উল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম পবিত্র আল এবাদত।

অনুষ্ঠানটির পরিচালনা করেন যাত্রাবাড়ী থানা ব্যবসায়ী দলের সভাপতি মোহাম্মদ আলী শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন। তারা এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন, যেখানে নিম্নবিত্ত পরিবারের ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

তারা আরো বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল তাদের মানবিক দায়িত্ব পালন করে এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে সামান্য সুখের বার্তা পৌঁছে দেয়।

ফারুক

×