
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগ বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, ইমাম ও সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল কাইউম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবদুল খালেক ফারুকী, সহ সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ফিশারি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদাউসুল হক গাজী।
রাজু