
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদল।
শুক্রবার বাদাঘাট বাজার এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আনিসুল হক।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান প্রমূখ। এসময় তাহিরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজু