
নাটোর শহরের তালাব পুকুর থেকে ৪টি শর্টগানসহ একটি একনালা ও একটি দুই নালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই অস্ত্রগুলো পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে সেগুলো পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি জানার পরে ঘটনাস্থল পরিদর্শণ করেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান। অস্ত্র উদ্ধারশেষে ঘটনাস্থল থেকে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী। এসময় এই ঘটনায় আগামীকাল (শনিবার) পুনরায় তালাব পুকুরে পানি নিষ্কাষণ করে তল্লাশী চালানো হবে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, সকালে নাটোর শহরের দক্ষিণ কান্দিভিটা এলাকার দুইজন তালাব পুকুরে মাছ ধরতে যায়। এসময় তারা বড়শি দিয়ে মাছ ধরার সময় বড়শিতে একটি কম্বল আটকে যায়। পরে তারা কম্বলে মোড়ানো অস্ত্র দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়া তালাব পুকুরে আরো অস্ত্র থাকতে এমন সন্দেহে ফায়ার সার্ভিসের কমীদের সহায়তায় দুপুর ১টা থেকে তালাব পুকুরে তল্লাশী চালানো হয়। উদ্ধারাভিযানে কম্বলে মোড়ানো ৪টি শর্টগানসহ একটি একনালা ও একটি দুই নালা বন্দুক উদ্ধার। উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে নেলী বলেন, এই অস্ত্রগুলো বিভিন্ন থানা হতে ছিনতাইকৃত নাকি সাধারণ জনগণের তা যাচাই বাছাই করে দেখা হবে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রাজু