
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নিষিদ্ধ পল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীর চন্দ্রিমা থানার বউবাজার এলাকার মোছা. উম্মে আক্তার ছালমা (১৮) চাকরির আশায় ঘর ছাড়লে দালাল চক্রের খপ্পরে পড়ে ভয়ংকর প্রতারণার শিকার হয়।
গত সাত দিন আগে এক দালাল চাকরির প্রলোভন দেখিয়ে ছালমাকে ময়মনসিংহে নিয়ে আসে। প্রথমে তার পরিবার বিষয়টি স্বাভাবিক মনে করলেও পরে ছালমার কোনো খোঁজ না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালান এবং জানা যায়, ছালমাকে কুখ্যাত সর্দারনী লাভলীর হাতে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাকে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে।
এ ঘটনায় মানবাধিকার সংগঠনের সভাপতি সাংবাদিক সাদেকুর রহমান সাদেক এবং সাংবাদিক মো. বিল্লাল হোসেন মানিক কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সর্দারনী লাভলীর আস্তানা থেকে তরুণীকে উদ্ধার করে। তবে অভিযানের সময় লাভলী পালিয়ে যান।
পুলিশ জানায়, উদ্ধার হওয়ার পর ছালমার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা দ্রুত ময়মনসিংহ এসে মেয়েটিকে নিজেদের জিম্মায় নিয়ে যাবেন। এ ঘটনায় সর্দারনী লাভলীসহ জড়িত দালাল চক্রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, সর্দারনী লাভলী ময়মনসিংহে পুলিশি চাপে পড়লেও তার দম্ভোক্তি থামছে না। তার অপরাধ সাম্রাজ্যের সঙ্গে পুলিশের লেনদেনের বিষয়টি নিয়ে নগরবাসী হতবাক হয়ে পড়েছেন।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফারুক