
ঈদ উদযাপনের জন্য পরিবারসহ বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও মেয়ে। শুক্রবার সকালে বগুড়া থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়া যাচ্ছিলেন আব্দুল কাদের। ত্রিমোহনী এলাকায় পৌঁছালে একটি পণ্য বোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় কাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পরপরই তারা গাড়িটিকে দেখতে পাননি, তবে পরে স্থানীয় লোকজন কাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। "গাড়ির চাপায় তারা দুজন চলে গেছে, আর ওই পুরুষ ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছিল," জানান তিনি।
এদিকে, গাজীপুরের হোতাপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক ও তার সহকারী নিহত হন। রাজধানীর বনানীতে গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়, এতে বাসটিতে থাকা ৪২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনাগুলোর মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে, এবং কর্তৃপক্ষ এসব সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=7ANvEiJx3LU
রাজু