
ছবি: সংগৃহীত।
দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরাদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি মাদ্রাসা মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজৈর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, "এই দেশে যেন আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা স্বৈরাচারী শাসকের জন্ম না হয়। সেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজ করছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।"
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মাদারীপুর জেলা শাখার সভাপতি লাইজু আক্তার, মহিলা দলের সভাপতি প্রত্যাশী মিনু আক্তার, বিএনপির রাজৈর উপজেলা শাখার সভাপতি ওহাব মাতুব্বর, সহ-সভাপতি ছালাম মৃধা, সাধারণ সম্পাদক ইলিয়াস হাওলাদার, রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি চুন্নু মিয়া, শ্রমিক দলের সভাপতি হাসান কাজী, রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদার, তরুণ দলের সভাপতি মো. আলী ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজৈর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক খালেদা আক্তার।
সায়মা ইসলাম