ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

দাউদকান্দিতে শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার, ক্রেতা থাকলেও বিক্রি কম

শামীম রায়হান, নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৩:২৭, ২৮ মার্চ ২০২৫

দাউদকান্দিতে শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার, ক্রেতা থাকলেও বিক্রি কম

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দাউদকান্দির উপজেলার বিপণী বিতানগুলো। বিপনিবিতান গুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম।

বিক্রেতারা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা থাকলেও বিক্রি কম। ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দাম অনেকটাই বেশি। তারপরও পরিবারের ঈদ আনন্দের কথা ভেবে কিনতেই হচ্ছে।

অন্যদিকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে  পুলিশ প্রশাসন।

দাউদকান্দি পৌর সদরের চেয়ারম্যান মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ বিপুল সরকার বলেন, ঈদে অনেক দোকানেই ক্রেতা আকৃষ্ট করার জন্য মূল্য ছাড়ের কথা লেখা থাকে। ক্রেতা আসছেন পছন্দ করছেন, কিনে নিচ্ছেন পছন্দমত পোশাক। যদিও এবার গতবছরের তুলনায় দাম কিছুটা বেশি। ক্রেতারা পোশাকের দাম শুনে বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। মার্কেটে ক্রেতাদের ভিড় আছে, তবে তুলনামূলক বিক্রি কম। আশা করা যাচ্ছে ২-৩ দিনের মধ্যে পুরোদমে চলবে কেনাকাটা, আরো জমে উঠবে
ঈদ বাজার।

আহমদীয়া প্লাজা শপিং কমপ্লেক্সে আসা ক্রেতা রুবি আক্তার বলেন, ঈদের ৩-৪ দিন আগে মার্কেটে প্রচুর ভীড় হয়। তাই আগেভাগে চলে এসেছি। পছন্দের পোশাক কিনেছি, আরো কিনব। তবে দাম খুব বেশি মনে হচ্ছে। দামের কারণে মার্কেটে বেশি সময় দিতে হচ্ছে।

গৌরীপুর সৌদিয়া প্লাজায় আসা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, নিজের জন্য, পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি। মনে হয় না একদিনেই হয়ে যাবে। লাগাম ছাড়া দাম। কোনো নিয়ন্ত্রণ নেই মার্কেটে। প্রশাসনের নজরদারি ও  মনিটরিং করা উচিত।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, ঈদ এলেই বেড়ে যায় চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে পুলিশ।

উপজেলার গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে এরই মধ্যে পুলিশ সদস্যের নিয়োজিত করা হয়েছে। এছাড়া থাকবে পুলিশের সার্বক্ষণিক টহল। কেউ কোনো অভিযোগ দিলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

মায়মুনা

×