ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আজ থেকে ৮ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর; যাত্রী পারাপার স্বাভাবিক

মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ১২:৫৩, ২৮ মার্চ ২০২৫

আজ থেকে ৮ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর; যাত্রী পারাপার স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আটদিন অর্থাৎ আজ শুক্রবার সকাল থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

তবে, এ সময় কাস্টমস দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারত -  বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন।

৫ এপ্রিল সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে যথারীতি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মায়মুনা

×