
ছবি : সংগৃহীত
মিয়ানমারে জাতিগত নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া অন্তত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বর্তমানে শরণার্থী শিবিরে বসবাস করছে। প্রাণ রক্ষা করতে দেশ ছেড়ে পালিয়ে আসলেও, ক্যাম্পগুলোতে তাদের মৌলিক চাহিদা, যেমন খাদ্য এবং স্বাস্থ্য সেবা মেটাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র নতুন করে ৭ লাখ ৩০ হাজার ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই সহায়তা দেওয়ার কথা জানান। তিনি আরো জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে, যার মাধ্যমে এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে।
এটি যুক্তরাষ্ট্রের "আমেরিকা ফার্স্ট" নীতির মধ্যেও রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল অনুমোদনের অংশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র প্রায় ২৪০ কোটি ডলার সহায়তা প্রদান করেছে। তবে, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর বৈদেশিক তহবিল স্থগিত থাকায় রোহিঙ্গা শিবিরে অন্তত পাঁচটি হাসপাতালের সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন এই তহবিলের অনুমোদন রোহিঙ্গাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সূত্র:https://youtu.be/mGCgVyNLrk0?si=afK0ziwxyV4iGhuc
আঁখি