ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

একুশ পরিবারের চলার পথে প্রতিবন্ধকতা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ০১:২৬, ২৮ মার্চ ২০২৫

একুশ পরিবারের চলার পথে প্রতিবন্ধকতা

কম দামে জমি বিক্রি না করায় রাস্তায় বেড়া

ভালুকার শিল্প এলাকার কাশর গ্রামে আরিফ টেক্সটাইল নামের একটি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় বেলাল ফকিরে জমি বিক্রির বনাবনি না হওয়ায় ২১ ভাড়াটিয়া পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 
স্থানীয়রা জানান, সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ রাস্তার দুই পাশে দুটি ফটক রেখে সীমানা প্রাচীর নির্মাণ করেন। সর্বশেষ তারা ওই ফটকে লোহার দরজা লাগিয়ে দিয়ে গত বুধবার সকালে তালা ঝুলিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পাশের তিনটি বাড়ির ২১ পরিবার।
হাজী বেলাল ফকির জানান, রাস্তায় তারও কিছু জমি আছে। তাদের বাড়ির ভাড়াটিয়াদের চলাচলে সুযোগ দেওয়ার শর্তে তিনি আরিফ টেক্সটাইল কর্তৃপক্ষকে তার জায়গার ওপর দিয়ে রাস্তা নেওয়ার সুযোগ দেন। আরিফ টেক্সটাইল মিলের ম্যানেজার জিএম অবসরপ্রাপ্ত কমান্ডার বশির আহাম্মেদ জানান, গেটে তালা দেওয়ার বিষয়টি তার জানা নেই।

×