ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সাজানো ডাকাতির ঘটনায় কোম্পানির ড্রাইভারসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ২৩:২৯, ২৭ মার্চ ২০২৫

সাজানো ডাকাতির ঘটনায় কোম্পানির ড্রাইভারসহ গ্রেফতার ৩

ছবি: প্রতীকী

একটি ক্লুলেস ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে মনোহরদী থানা পুলিশ। এ সাজানো নাটকীয় ডাকাতির ঘটনায় পুলিশ মেসার্স অয়ন ট্রেডিং নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানির ডেলিভারিম্যান কিরণ হোসেন (২৪) মেহেদী মৃদুল (১৯) ও ড্রাইভার পলাশ মিয়া (২৭) কে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তারা নিজেরাই এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে। 

বৃহস্পতিবার নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান ভূঁইয়া তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৪ মার্চ সন্ধ্যায় উল্লেখিত কোম্পানির মালামাল একটা কাভার্ডভ্যান যোগে বিক্রয় করে বিক্রয়লব্দ টাকাসহ মনোহরদী আসার পথে লেবুতলা ইউনিয়নের গজারিয়া সুইচগেটের মাঝখানে ফাঁকা রাস্তার উপর পৌঁছলে ৭/৮ জন ডাকাত একটি সাদা রঙের মাইক্রোবাসে বেরিকেড দিয়ে কাভার্ডভ্যানের গতিরোধ করে। 

এসময় তারা চাইনিজ কুড়াল, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাভার্ডভ্যান ভাংচুর করে ২ লক্ষ ৩৮ হাজার ৭ শত টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে চলে যায়। এব্যাপারে কোম্পানির ডিস্ট্রিবিউটর লিটন কুমার দাস গত ২৫ মার্চ মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত নগদ ২ লক্ষ ৩৮ হাজার ৭ শত টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে যায় মর্মে অভিযোগ দাখিল করেন। পুলিশ প্রাথমিক অনুসন্ধানে নেমে এ রহস্য উদঘাটন করেছে। 

শহীদ

×