
নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার পর প্রত্যাহারের ঘটনায় জেলার কয়েকটি পৃথক স্থানে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি থেকে ৫ নেতার নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরে নাটোরের দিঘাপতিয়া, দত্তপাড়া, কাফুরিয়া এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়াসহ ৯টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শত শত বিএনপি নেতাকর্মী। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ বছরের ত্যাগি ও নিবেদিত প্রাণ নেতাদের আহ্বায়ক কমিটিতে নাম দিয়ে তা প্রত্যাহার করা নেতাদের জন্য অপমানজনক এবং মানহানিকর।