ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেহেরপুরে পাঁচ টাকায় পোশাক ও ১০ টাকায় খাদ্য সামগ্রী

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর

প্রকাশিত: ২১:১০, ২৭ মার্চ ২০২৫

মেহেরপুরে পাঁচ টাকায় পোশাক ও ১০ টাকায় খাদ্য সামগ্রী

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর উৎসবের রং। কিন্তু সমাজের কিছু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত হয়, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের মুখে হাসি ফোটাতে বৃহস্পতিবার সকাল ১০টার সময় শহরের কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী সংগঠন “মেহেরপুর ভাবনা” আয়োজন করে “ঈদ উল্লাস ২০২৫”। এই আয়োজনে ১০০ শিশু মাত্র পাঁচ টাকায় নতুন পোশাক পেয়েছে, যে যেভাবে পেরেছে পোশাক নিজের মতো বেছে নিয়েছে। এবং ৫০টি পরিবার ১০ টাকায় চাল, ডাল, তেল, সেমাই, দুধ, চিনিসহ ঈদ সামগ্রী পেয়েছে। পাঁচ টাকায় পছন্দের জামা কেনার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। তাদের জন্য আয়োজন করা হয় মেহেদী উৎসবেরও। এমন আয়োজনে খুশি শিশুরা। অনুষ্ঠানে অংশ নেন অতিথিবৃন্দ। কিন্তু তাদের ফুলের তোড়া দিয়ে নয় গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। প্রকৃতিকে ভালোবাসার বার্তা দিতে এবং “সবুজ বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ” গড়তে সংগঠনটি এই উদ্যোগ নেয়। অতিথিরাও এমন আয়োজনে মুগ্ধ।
মেহেরপুর ভাবনা সংগঠনের সভাপতি তানভীর আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আইন ডিসিপ্লিন) এহসান মজিদ মুস্তফা, মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তারেক আহমেদ, “মেহেরপুর ভাবনা”-এর প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক সাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাওনসহ সংগঠনের অন্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
নীলফামারীতে এক টাকায় ঈদের জামা

স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, শবনম (৮), সুমাইয়া (৭), সাব্বির (১২), মল্লিক (৮) সহ যে শিশুদের  বাবা ও মায়েরা দিনমজুর। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের ঈদ আনন্দ থাকে না। ঈদে নতুন পোশাকের গন্ধ যেন স্বপ্ন। এমন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর ঈদ আনন্দে রং লাগাতে এগিয়ে এসেছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২৭ মার্চ) নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় রাস্তার পাশে সামিয়ানা টাঙিয়ে তারা বসিয়েছিল এক ব্যতিক্রমী শিশু পোশাকের দোকান। যেখানে তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১ টাকায় ঈদের নতুন জামার ব্যবস্থা করেন। আগত সুবিধাবঞ্চিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেন। আর এভাবে মাত্র এক টাকায় ঈদে নতুন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা।

×