ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৯ মাস ধরে বেতন বন্ধ সিএইচসিপিদের

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:০৩, ২৭ মার্চ ২০২৫

৯ মাস ধরে বেতন বন্ধ সিএইচসিপিদের

মির্জাপুরে ৯ মাস যাবৎ বেতন পাচ্ছেন না কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ঈদেও তাদের বেতন ভাতা না হওয়ায় তাদের চোখে মুখে পড়েছে চিন্তার ভাঁজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালে একটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৪ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলে তিন দফা প্রকল্পের মেয়াাদ বৃদ্ধি করে সরকার। কিন্তু এই সুদীর্ঘ সময়েও কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন ভাতা বৃদ্ধিসহ সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি। মির্জাপুর উপজেলায় ৫৪ কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত রয়েছেন।
উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলার আজগানা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. সুমন সিকদার বলেন, গত ৯ মাস ধরে আমাদের বেতন ভাতা বন্ধ। বেতন ভাতা না পাওয়ায় আমরা নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, বকেয়া ৯ মাসের মধ্যে  বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সিএইচসিপিদের সাড়ে তিন মাসের বেতন বোনাস পাওয়ার কথা রয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনও দ্রুতই তারা পেয়ে যাবেন বলে তিনি জানান।

×