
শিবালয় উপজেলার আরিচায় যমুনা তীরে সনাতন ধর্মালম্বীদের আড়াই শ’ বছরের মহাবারুণী স্নান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। তিথি অনুযায়ী ভোর থেকে দুপুর পর্যন্ত যথারীতি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দেশ-বিদেশের অজস্র পুণ্যার্থী নারী-পুরুষ এ স্নানোৎসবে অংশ নেন। এ স্নানোৎসবকে ঘিরে যমুনা পাড়ে বসেছে তিনদিনের মেলা। পুণ্যার্থী ও মেলায় আগতদের নিরাপত্তায় কাজ করছে অতিরিক্ত পুলিশসহ আরিচা বন্দর ব্যবসায়ী গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কন্যাণ ফ্রন্ট শিবালয় উপজেলা শাখার সভাপতি সম্পাদক নিখিল চন্দ্র মালো জনকন্ঠকে বলেন, প্রায় আড়াই বছর যাবৎ এ বারুনী স্নান ও মেলা আরিচার যমুনা তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসব হিন্দু ধর্মালম্বীদের হলেও মেলাকে ঘিরে তা স্থানীয় হিন্দু-মুসলমানদের সৌহার্দ্যপূর্ণ মিলন মেলায় পরিণত হয়।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, স্নান উপলক্ষে আয়োজিত তিনদিনের মেলায় প্রসাধনী, খেলনা, কাঠ-বেত, মাটি ও লোহার তৈরি সামগ্রী, মসলাসহ নানা ধরনের মিষ্টি, বিন্নি, খই, সাজ, বাতাসার পসরা বসেছে এ মেলায়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, মেলায় আগত ব্যবসায়ীদের খাজনা মওকুফ করাসহ সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ কাজ করছে।