ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ঈদে নিরাপদ ভ্রমণের জন্য যেসকল বিষয়ে সতর্কতা জরুরি

প্রকাশিত: ১৪:৩৬, ২৭ মার্চ ২০২৫

ঈদে নিরাপদ ভ্রমণের জন্য যেসকল বিষয়ে সতর্কতা জরুরি

ছবি: সংগৃহীত

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তবে যাত্রাপথে অসতর্কতার কারণে দুর্ঘটনা কিংবা প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও থাকে। তাই নিরাপদ ভ্রমণের জন্য কিছু বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

নিরাপদ ভ্রমণের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবেন

মোটরসাইকেল চালনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা: যারা মোটরসাইকেলে ভ্রমণ করছেন, তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন।

অপরিচিত ব্যক্তির সঙ্গে যাত্রা নয়: যাত্রাপথে সিএনজি, মাইক্রোবাস বা অন্য কোনো বাহনে অপরিচিত কারও সঙ্গে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হতে পারে। নিরাপত্তার স্বার্থে পরিচিত কিংবা বিশ্বস্ত পরিবহন ব্যবহার করুন।

রাতে গাড়ি পরিবর্তনের সময় সতর্ক থাকুন: যদি রাতে গাড়ি পরিবর্তনের প্রয়োজন হয়, তবে নির্জন জায়গা এড়িয়ে বাস টার্মিনাল বা নির্দিষ্ট স্ট্যান্ডে অবস্থান করুন।

অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ করবেন না: পথে অনেক সময় অপরিচিত ব্যক্তি খাবার অফার করতে পারে। নিরাপত্তার স্বার্থে এসব খাবার এড়িয়ে চলুন, কারণ অনেক প্রতারক চক্র নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে যাত্রীদের অচেতন করে সর্বস্ব লুটে নেয়।

অতিরিক্ত যাত্রীবোঝাই গাড়িতে উঠবেন না: অতিরিক্ত যাত্রীবোঝাই যানবাহন দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই বাস, মাইক্রোবাস বা ট্রেন যেখানেই যাত্রা করুন না কেন, অতিরিক্ত ভিড় এড়িয়ে যান।

গাড়ি ভাড়ার টাকা আগে পরিশোধ করবেন না: ভাড়া চূড়ান্ত হওয়ার পরেও অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই পুরো ভাড়া আগেভাগে পরিশোধ না করে গন্তব্যে পৌঁছে পরিশোধ করাই বুদ্ধিমানের কাজ।

এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চললে ঈদযাত্রা হবে নিরাপদ ও নির্বিঘ্ন। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর আগে নিজেকে ও প্রিয়জনদের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আসিফ

×