ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য

প্রকাশিত: ১১:৩৫, ২৭ মার্চ ২০২৫

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য

ছবি: সংগৃহীত

রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা।দখল করে রাখছে শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক। অবাধ চলাচলে বাড়ছে যানজট। এছাড়া, নিয়ন্ত্রণহীন গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। পাড়া- মহল্লা ও অলিগলি ছেড়ে তারা এখন মূল সড়কে। নিয়ন্ত্রণহীনভাবে ছুটে চলছে ক্ষিপ্রগতির এই বাহন। দুর্ঘটনার ঝুঁকি তো আছেই, তৈরি হচ্ছে বাড়তি যানজট।

ব্যাটারিচালিত রিকশার কাছে যেন অসহায় ট্রাফিক পুলিশ। হাইকোর্ট থেকে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে, হর হামেশাই দুর্ঘটনার স্বীকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে, গত একবছরে সড়ক দুর্ঘটনার ১৩% দায়ী ব্যাটারিচালিত রিকশা।

এ বিষয়ে বুয়েটের এ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক, কাজী মোঃ সাইফুল নেওয়াজ বলেন, "এসকল যানবাহনকে যেমন নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তেমনই একটি কাঠামো নির্ধারণ ও সীমানা নির্ধারণ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে"।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্বল আইন শৃঙ্খলার সুযোগ নিচ্ছেন অটো চালকরা। পুলিশ ও এ কথা স্বীকার করেছে।

উপপুলিশ কমিশনার, ডিএমপি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রায়শই এসব অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন, পুলিশ প্রত্যেককে নিজনিজ জায়গা থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

সূত্র: https://youtu.be/Kc09RQU76kA?si=BIFLUSxs5jJswBMV

মায়মুনা

×